ব্যবসার প্রচার ও প্রসারের কৌশল সম্মূহ

পদ্ধতি এবং বিক্রয় বৃদ্ধির প্রচলিত কৌশল সমূহ

আপনাদের মাঝে অনেকেই আছেন যারা তাদের বিজনেস শুরুর পর কি ভাবে তারা তাদের বিজনেস প্রচার ও প্রসার করা যায় সেই সম্পর্কে জানতে চান । তাই আজকে প্রচলিত কিন্তু খুব এফেক্টিভ এমন ৭১ টি ব্যবসার প্রচার ও প্রসারের কৌশল সম্মূহ আপনাদের জন্য দেয়া হল। এখান থেকে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে আপনারা সেটা নির্বাচন করে সেটা নিয়ে সহজেই কাজ করতে পারবেন ।

তাহলে আর কথা না বাড়িয়ে আসল কাজে ফিরে যায় 

  1. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি আপনার প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড দিন। প্রতিদিন ১০০ লোকে দেখলে বছরে ৩৬,৫০০ লোকের চোখে পড়বে।
  2. গলির মাথায়ও একটা ইন্ডিকেটর দিন, কাজে লাগবে।
  3. ব্যবসাটা যতি সিজনাল হয়, সিজনের শুরুতে এবং মাঝামাঝি সময়ে পোস্টারিং করুন।
  4. সার্ভিসটা যদি এলাকাভিত্তিক হয় কেবল টিভিতে বিজ্ঞাপন দিন।
  5. জাতীয় ব্যবসা হলে টিভিতে এড দিন। এডটা যেন মানসম্পন্ন হয়।
  6. শহরের সর্বত্র যদি সার্ভিস দিতে পারেন। লোকাল বাসে স্টিকার লাগান।
  7. ব্যবসার ভাব বাড়াতে চাইলে বিলবোর্ডে এড দিন।
  8. শুরুতে ব্যাপক প্রচার চাইলে ছোট ছোট ফেস্টুন লাগান। ডিজিটাল ব্যানারে।
  9. যে এলাকায় সার্ভিস দিচ্ছেন সে এ এলাকায় লিপলেট বিতরণ করুন।
  10. শুক্রবারে জুমার নামায শেষে মসজিদের সামনে প্রচারপত্র বিলি করুন, যদি শোভনীয় হয়।
  11. জরুরী হলে আপনার এলাকায় পত্রিকার হকারদের সাথে কন্টাক্ট করুন তারা কাগজের সাথে একটা করে ছোট বিজ্ঞাপন দিয়ে দেবে।
  12. আরো জরুরী প্রচার প্রয়োজন হলে সংক্ষেপে ছোট ছোট বাক্যে মাইকিং করুন।
  13. ভিজিটিং কার্ড করুন। নিজের নামে, অফিসের নামে এবং সার্ভিসের নামে আলাদা আলাদা।
  14. লেটারপ্যাড ছাপুন।
  15. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি ছোট ছোট প্যাড করুন। বিভিন্ন নোট লেখার জন্য ব্যবহার করুন। কাউকে কোন নোট দিলে সাথে প্রচারটাও হবে।
  16. অফিসের নামে খাম বানান। কোথাও চিঠি ডকুমেন্ট পাঠালে উপরে নামটা থাকলে তা প্রচার পাবে।
  17. ক্যালেন্ডার ছাপুন। এক বছরের জন্য ঘরে ঘরে বিজ্ঞাপন চলে গেল।
  18. নোটবুক ছেপে গিফট করুন। হাতে হাতে প্রচার হলো।
  19. ডায়রী ছেপে উপহার দিন। জনে জনে প্রচার হলো।
  20. Mobile Phone ডাইরেক্টরী অফিসের নামে বানিয়ে ভিতরে বিজ্ঞাপন দিয়ে গিফট করুন। আপনার নাম অনেকদিন বিভিন্ন লোকের কাছে থেকে যাবে।
  21. ইয়ার প্লানার ছাপুন। টেবিলে রাখবে। লিখতে গেলেই আপনার পন্যের এড দেখবে।
  22. পেপার অয়েট উপহার দিন নাম লোগেসহ। আপনাকে তার মনে থাকবে।
  23. বিজ্ঞাপনসহ মগ দিন, পানি খেতে গেলে চোখে পড়বে।
  24. বিজ্ঞাপন সহ পেনস্ট্যান্ড দিন, কলম রাখতে গেলে চোখও রাখবে।
  25. ফেইসবুকে এড দিন, নতুন প্রজন্ম আকৃষ্ট হবে।
  26. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে এড দিন, যারা নেট ব্যবহার করে তারা দেখতে পাবে।
  27. নতুন কোনো অফার এলে পত্রিকায় বিজ্ঞাপন দিন, লোকে জানবে।
  28. ম্যাগাজিন রঙীন বিজ্ঞাপন দিন, সমঝদার পাঠকের চোখে পড়বে।
  29. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি বিভিন্ন স্থানে সরাসরি গিয়ে পন্যের কথা বলতে প্রতিনিধি নিয়োগ করুন।
  30. চিঠি দিন, যাদের আপনি কাস্টমার হিসেবে চান, তাদের কাছে।
  31. ইমেইল করুন, টার্গেট পিপলসদের মেইলে।
  32. এসএমএস পাঠান বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের কাছে।
  33. ফেইসবুকে পেইজখুলুন, সেখানে প্রচার করুন।
  34. নিজের একটা ওয়েবসাইট খুলন বিস্তারিত তুলে ধরুন।
  35. ইউটিউবে ভিডিও এড বানিয়ে তুলে ধরুন।
  36. বিভিন্ন মেলায় অংশ নিন।
  37. বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিন।
  38. ছাড় দিন কখনো কখনো
  39. একটি পন্যের সাথে কিছু একটা ফ্রি দিন।
  40. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি পন্যের বা সেবার মান, কর্মীদের আচরণ, প্যাকিং রং এসব সুন্দর করুন।
  41. সুন্দর একটা স্লোগান নিন। সেটা প্রচার করুন।
  42. বিভিন্ন বড়ো বড়ো পার্টি ধরুন, সরাসরি কথা বলে।
  43. নিজে একটি পত্রিকা বাইর করুন, সেটা যে ব্যবসা করেন সেটার সাথে সম্পৃক্ত হলে ভালো। যেমন ইকমার্স বিষয়ক বা সবজি বেচলে সবজি বিষয়ক।
  44. ছাড় দিয়ে কুপন ছাড়–ন, যে বা যারা এ কুপন দিয়ে আসবে তারা বিশেষ ছাড় পাবে।
  45. বিজ্ঞাপনসহ শপিং ব্যাগ ছাপুন।
  46. নতুন ধরনের কোনো আকষর্ণীয় পাবলিক ইন্টারেস্টের জিনিস বিষয় হলে পত্রিকায় প্রেস রিলিজ পাঠান।
  47. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি বিভিন্ন ব্লগে আপনার ব্যবসা সংক্রান্ত লেখা পোস্ট করুন। পরোক্ষভাবে আপনার প্রচারণা অব্যাহত রাখুন।
  48. আপনার ই শপ হলেও আপনার একটা আউটলেট থাকতে পারে। আপনার মার্কেটে দোকান থাকলেও আপনার একটা ই কমার্স সাইট থাকতে পারে।
  49. আপনি আপনার শপেই বিভিন্ন অকেশানে ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণ করতে পারেন।
  50. আপনি আপনার কমাশিয়াল সার্ভিসের পাশাপাশি একটা ফ্রি সার্ভিস দিতে পারেন। যা আপনার ব্যবসার সহায়ক হবে। মনে করুন আপনি অনলাইনে ওষুধ বিক্রি করবেন। তাহলে কলসেন্টারের মাধ্যমে ফ্রি টেলিমেডিসিনের একটা অপশন রাখতে পারেন।

ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি  নতুন এবং আধুনিক কৌশল প্রণয়ন করুন – 

  1. কর্পোরেট কন্টাক্ট: আপনি চেস্টা করুন কোনো বড়ো গ্রুপ কন্টাক্ট করতে। যেমন ধরুন আপনি ডাচবাংলা ব্যাংকের সাথে কন্টাক্ট করলেন যে তাদের কাস্টমারকে বা একাউন্ট হোল্ডারদের আপনি বিশেষ ছাড় দেবেন আবার তারা আপনার ক্লায়েন্টকে তোনো সুবিধা দিলো। আবার এমনও হতে পারে, ব্যাংকের সাথে কন্টাক্ট করলেন যে তাদের কাস্টমারকে বা একাউন্ট হোল্ডারদের আপনি ৭% কমিশন দেবেন। এর বিনিময়ে তাদের সব ব্রাঞ্চে আপনার একটা এড লাগানো থাকবে।
  2.  কুপন: আপনি যেকোনো ম্যাগাজিনে বিজ্ঞাপন দিন এমনভাবে যে বিজ্ঞাপনের একটি কুপন অংশ থাকবে তা যে কাস্টমার সাথে নিয়ে আসবেন তাকে আপনি একটা ছাড় দেবেন
  3. টিকেট: বাস বা লঞ্চের টিকেট ছেপে দিন। শর্ত হলো টিকেটের একপাশে আপনার বিজ্ঞাপন থাকবে।
  4. প্রচারমূখি পন্য: এমন একটা পন্য চাড়–ন বাজারে যাতে ব্যবসা এবং বিজ্ঞাপন যেন দুটোই হয়। যেমন শপিং ব্যাগ, খাতা যাতে অন্তত একটা অংশে বিজ্ঞাপন দেয়া হবে।
  5. এসএমএস অফার: এসএমএসে অফার দিন। যেমন এই এসএমএস শো করলে আপনি ৫% ছাড় পাবেন। অথবা আপনার অর্ডার নিশ্চিত করতে ফিরতি এসএমএস দিন। আপনি বিশেষ ছাড় পাবেন।
  6. ওয়েব ইনফো: পরোক্ষ ওয়েব মার্কেটিং । যেমন ধরুন আপনি টুপির ব্যবসা করবেন। অনলাইনে। আপনার নিজস্ব অফিস শোরুম ওয়েবসাইট ফেইসবুক পেইজ আছে। সেখানে কিন্তু তারাই আসবে যারা আপনার পন্যটি কিনতে চান। কিন্তু আপনাকে বাইরের কাস্টমার আনার একটা জন্য এটা একটা উপায় হতে পারে টুপির উপর আপনি একটা তথ্যবহুল ওয়েবসাইট বানালেন। সেখানে টুপির ইতিহাস নানারকম টুপি থাকলো। তথ্যবহুল হবে। প্রচুর কনটেন্ট থাকবে। দেশে কোথায় কি টুপি পাওয়া যায়। সব তথ্য থাকলো। সাথে আপনার বিজ্ঞাপনটাও ভালো করে থাকলো। এতে করে একজন ভিজিটর টুপির জন্য আসলে আপনাকে পেয়ে যাবে।
  7. মেলায় টিকেট: বিভিন্ন মেলায়ও বিজ্ঞাপন শর্তে টিকেট দিতে পারেন।
  8. আপনি যে পন্য নিয়ে ব্যবসা করছেন সে সম্পর্কে ২/৪ মিনিটের একটি ডকুমেন্টারী তৈরী করুন। সেটা ইউটিউবে ছেড়ে দিন। বিভিন্ন সিডেতে বিজ্ঞাপন দিন। পরোক্ষভাবে আপনার তথ্য দিন।
  9. এ বিষয়ে পত্রপত্রিকায় লেখালেখি করুন। ব্লগে লিখুন। লেখাগুলো এসইও করুন। পরোক্ষভাবে প্রচারণার কাজ করুন।
  10. বিভিন্ন লোকদের সৌজন্যে দিন। যেমন একজন ব্যাংক ম্যানেজারকে একটি বডি স্প্রে সৌজন্যে দিলে ৫টি বিক্রয় হওয়ার সম্ভাবনা থাকে।
  11. অবৈতনিক মার্কেটিং প্রতিনিধি নিয়োগ দিন কমিশনের ভিত্তিতে।
  12. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি বিভিন্ন আউটলেট ও শোরুমে ধারে পন্য রাখুন। বিক্রয়ের পর মূল্য সংগ্রহ করুন।
  13. বিভিন্ন পাবলিক প্লেসে সরাসরি এবং ভ্রাম্যমান বিজ্ঞাপনও দিতে পারেন।
  14. ফেইসবুকে আপনার ব্যবসাসংক্রান্ত একটা এডভাইস পেইজ খুলুন। যারা জানতে চায় তাদেরকে জানান।
  15. কমদামী কিছু পন্য ছাড়–ন যেগুলো আপনার পন্যকে মানুষের মাঝে নিয়ে যাবে আপনার নামটিসহ।
  16. আপনার পন্্য রিলেটেড ব্যবসা নিয়ে একটি টিভি প্রোগ্রাম করুন।
  17. পন্য ডেলিভারির পর কাস্টমারের সন্তুস্টি সাক্ষাৎকারের নিয়ে ৩০ সেকেন্ডর ২০ টি ভিডিও ছাড়–ন। ১৮. মাউসপ্যাড গিফটকরুন, বিজ্ঞাপন সংযুক্ত থাকবে।
  18. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি বিভিন্ন পাবলিক প্রোগ্রামে কোনকিছু স্পন্সর করার মাধ্যমে প্রসার করুন।
  19. আপনি আপনার ব্যবসায়িক বিষয়ে প্রশিক্ষনের মাধমে তা ছড়িয়ে দিতে পারেন। যেমন ধরুন আপনি অনলাইনে স্কুল মানেজমেন্ট সফটওয়ার সেল করেন। আপনার মার্কেটিং এর জন্য আপনি সারাদেশের বিভিন্ন স্কুলের ১০০০ একাউন্টস অফিসারকে যদি ফ্রি অপারেটিং প্রশিক্ষণ দিতে পারেন তাহলে আপনার পন্য বিপনন অনেক অংশেই সহজ হয়ে যাবে।
  20. ব্যবসার প্রচার ও প্রসারের জন্যে আপনি কো স্পন্সর হোন। নগদ টাকা দিয়ে নয় সার্ভিস দিয়ে। যেমন ধরুন আপনি ইলেট্রনিক গেজেট সেল করেন। সেক্ষেত্রে আপনি ক্লোজআপ ওয়ানের প্রতিযোগীদের সেরা ২০ জনকে একটি করে গেজেট দেবেন। শর্ত হলো প্রতিটি কাগজপত্রে গেজেট স্পন্সর বা কো স্পন্সর হিসেবে আপনার নাম লোগে স্থান পাবে। এতে আপনার ব্রান্ডিং হবে।

 

🎲 আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি যদি আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ।

 

760 thoughts on “ব্যবসার প্রচার ও প্রসারের কৌশল সম্মূহ

  1. Md Rubel

    অল্প পুজিতে লাভজনক ব্যবসা বাংলাদেশ।​
    এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার নিজের এলাকায় খুবই অল্প পুজিতে ভাল একটি লাভজনক ব্যবসা করতে পারবেন।
    বাংলাদেশে অল্প পুজিতে লাভজনক ব্যবসার সম্ভাবনা অনেক রয়েছে। অল্প পুজিতে ব্যবসা শুরু করার জন্য কিছু আলোচনা একটি উপযোগী হতে পারে:

  2. Suivre Téléphone

    Suivre le téléphone portable – Application de suivi cachée qui enregistre l’emplacement, les SMS, l’audio des appels, WhatsApp, Facebook, photo, caméra, activité Internet. Idéal pour le contrôle parental et la surveillance des employés. Suivre le Téléphone Gratuitement – Logiciel de Surveillance en Ligne.

  3. Suivre le téléphone

    Meilleure application de contrôle parental pour protéger vos enfants – Moniteur secrètement secret GPS, SMS, appels, WhatsApp, Facebook, localisation. Vous pouvez surveiller à distance les activités du téléphone mobile après le téléchargement et installer l’apk sur le téléphone cible.

  4. Brody3197

    Eminem, настоящее имя Маршалл Брюс Мэтерс III, известен как один из величайших рэп-исполнителей всех времен. Своими пронзительными текстами, ярким стилем и потрясающим мастерством в ритме и рифме он завоевал миллионы поклонников по всему миру. Его лучшие песни включают “Lose Yourself”, гимн к само-преодолению, “Stan”, с поразительно интенсивным сюжетом, и “Rap God”, где он демонстрирует свою невероятную скорость и технику. Все эти треки, а также многие другие, отражают его гениальность и влияние на музыкальную индустрию. Скачать mp3 музыку 2024 года и слушать онлайн бесплатно.

  5. Sugar defender drops reviews

    Thanks , I’ve just been searching for info about this topic for ages and yours is the best I have found out so far. But, what concerning the bottom line? Are you positive about the source?

  6. Sumatra Slim Belly Tonic

    Hi there, I found your site by the use of Google even as searching for a similar subject, your website got here up, it appears to be like great. I’ve bookmarked it in my google bookmarks.

  7. Fitspresso reviews

    Only a smiling visitant here to share the love (:, btw great style. “He profits most who serves best.” by Arthur F. Sheldon.

  8. Puravive

    I wish to show some appreciation to you for bailing me out of this crisis. As a result of looking through the the net and getting recommendations which were not beneficial, I assumed my life was well over. Living devoid of the solutions to the issues you have resolved by means of your good post is a critical case, as well as ones which might have badly damaged my career if I had not discovered your web site. Your personal capability and kindness in dealing with all the pieces was important. I am not sure what I would’ve done if I had not discovered such a solution like this. I am able to at this time look forward to my future. Thanks for your time very much for your impressive and results-oriented guide. I won’t think twice to endorse your site to anyone who needs assistance on this situation.

  9. Zen Cortex

    Everyone loves what you guys are up too. Such clever work and coverage! Keep up the terrific works guys I’ve incorporated you guys to blogroll.

  10. Fitspresso review

    I wanted to post you one very little note so as to say thanks the moment again for all the extraordinary ideas you have provided on this site. It was seriously generous of you to provide unhampered precisely what some people would have distributed as an electronic book in making some cash for their own end, particularly now that you could possibly have done it in the event you desired. Those smart ideas likewise worked as the good way to comprehend other people online have similar dreams just like my very own to find out somewhat more in regard to this problem. I am certain there are several more pleasant sessions ahead for many who browse through your website.

  11. Sugar defender reviews

    Hi there, I found your web site by the use of Google even as looking for a similar subject, your site got here up, it seems to be good. I’ve bookmarked it in my google bookmarks.

  12. Prostadine

    Rattling good information can be found on website. “Every artist was first an amateur.” by Ralph Waldo Emerson.

  13. Sugar defender drops

    Awsome info and right to the point. I don’t know if this is truly the best place to ask but do you guys have any ideea where to get some professional writers? Thanks in advance 🙂

  14. Java Burn

    I believe this is one of the most vital info for me. And i’m happy studying your article. But wanna statement on some normal issues, The web site taste is ideal, the articles is in reality excellent : D. Just right activity, cheers

  15. cannabis cbd suisse

    Some genuinely good posts on this web site, thanks for contribution. “Better shun the bait, than struggle in the snare.” by John Dryden.

  16. IT outsourcing

    Heya i’m for the first time here. I came across this board and I in finding It really helpful & it helped me out a lot. I’m hoping to provide something again and help others like you aided me.

  17. fitspresso reviews

    I really enjoy studying on this web site, it has excellent content. “Those who complain most are most to be complained of.” by Matthew Henry.

  18. Fitspresso

    Its great as your other blog posts : D, regards for posting. “A great flame follows a little spark.” by Dante Alighieri.

  19. Kerassentials review

    Thanks for sharing superb informations. Your site is so cool. I am impressed by the details that you have on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my friend, ROCK! I found just the information I already searched everywhere and just could not come across. What a perfect site.

  20. Neotonics review

    I discovered your blog site on google and check a few of your early posts. Continue to keep up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading more from you later on!…

  21. Lift Detox caps

    I am no longer certain where you’re getting your information, but good topic. I must spend a while finding out more or figuring out more. Thank you for great information I used to be on the lookout for this info for my mission.

  22. tonic greens

    What Exactly is Tonic Greens? Tonic Greens is a dietary supplement that has proven effective in helping many people manage the herpes virus and boost their immune systems without adverse effects.

  23. Sugar defender drops review

    Thanks for the sensible critique. Me & my neighbor were just preparing to do a little research about this. We got a grab a book from our local library but I think I learned more clear from this post. I’m very glad to see such magnificent information being shared freely out there.

  24. Lottery defeater

    Thank you for any other informative website. Where else may I am getting that type of info written in such a perfect means? I’ve a mission that I am just now operating on, and I have been on the glance out for such info.

  25. data analytics consulting firms

    naturally like your web site but you need to check the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling issues and I in finding it very troublesome to tell the reality then again I?¦ll definitely come again again.

  26. cbd shop

    I savor, result in I discovered exactly what I was having a look for. You’ve ended my 4 day lengthy hunt! God Bless you man. Have a great day. Bye

  27. nagano lean body tonic

    I keep listening to the news broadcast speak about receiving free online grant applications so I have been looking around for the best site to get one. Could you advise me please, where could i get some?

  28. CogniCare pro reviews

    Hello, you used to write great, but the last several posts have been kinda boring… I miss your super writings. Past several posts are just a little bit out of track! come on!

  29. private investigator training

    Together with almost everything which appears to be developing within this area, a significant percentage of points of view are generally rather exciting. On the other hand, I beg your pardon, because I do not subscribe to your whole theory, all be it radical none the less. It looks to us that your opinions are not completely rationalized and in reality you are yourself not even fully confident of the argument. In any case I did appreciate reading through it.

  30. Tonic Greens

    I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very web savvy so I’m not 100 positive. Any suggestions or advice would be greatly appreciated. Appreciate it

  31. LeanBiome

    Thank you, I’ve recently been looking for information about this topic for a long time and yours is the best I’ve discovered till now. But, what in regards to the bottom line? Are you positive about the source?

  32. fleurs de cbd pas cher

    Good V I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your client to communicate. Excellent task..

  33. hire a hacker

    Hiya, I am really glad I have found this information. Nowadays bloggers publish only about gossips and internet and this is really annoying. A good web site with interesting content, this is what I need. Thanks for keeping this web-site, I will be visiting it. Do you do newsletters? Cant find it.

  34. Boostaro Reviews

    I’m still learning from you, as I’m improving myself. I definitely enjoy reading all that is written on your blog.Keep the posts coming. I liked it!

  35. Adeline4284

    Ирина Аллегрова-Транзитный Пассажир – Мне Расставаться Невыносимо,но Я Не Вернусь. скачать бесплатно песню и слушать онлайн в mp3
    Ирина Аллегрова-Транзитный Пассажир – Мне Расставаться Невыносимо,но Я Не Вернусь. скачать бесплатно песню и слушать онлайн в mp3

  36. Cellucare

    Well I truly liked studying it. This information offered by you is very helpful for good planning.

  37. webmaster

    Magnificent beat I would like to apprentice while you amend your site how can i subscribe for a blog web site The account helped me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast offered bright clear idea

  38. Martin1127

    Звинцов,александр Дюмин,виктор Петлюра – Будем Жить- Звинцов,александр Дюмин,виктор Петлюра скачать бесплатно песню и слушать онлайн в mp3
    Звинцов,александр Дюмин,виктор Петлюра – Будем Жить- Звинцов,александр Дюмин,виктор Петлюра скачать бесплатно песню и слушать онлайн в mp3

  39. Fitspresso review

    Hi, i feel that i noticed you visited my blog thus i got here to “go back the want”.I’m trying to in finding things to enhance my web site!I assume its ok to make use of a few of your concepts!!

  40. zencortex review

    What i don’t understood is in fact how you’re now not actually much more neatly-liked than you may be right now. You’re very intelligent. You understand thus significantly on the subject of this matter, produced me in my opinion imagine it from numerous various angles. Its like women and men don’t seem to be interested except it?¦s one thing to do with Girl gaga! Your individual stuffs outstanding. All the time handle it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *